• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চৌহালীর ৫ আ. লীগ নেতাকে বহিষ্কার 


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ১০:০৪ পিএম
চৌহালীর ৫ আ. লীগ নেতাকে বহিষ্কার 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের চৌহালীতে ৫ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমজান আলী, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী ও সাবেক স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফকির শরীফ উদ্দিন, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডল এবং কার্যকরী সদস্য জোবেদ আলী সরদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌহালী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও আমাকে ফোন দিয়ে ছিল । দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) রাতে ৯টার দিকে দলের ৫ নেতাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ।

যারা দলের সিদ্ধান্ত অমান্য করে ও দলীয় মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সেই প্রেক্ষিতেই তাদের বহিষ্কার করে মাইকিং করে দেওয়া ও প্রেস নোটিশ দেওয়ার কথা বলেছেন।

আমরা আজ মঙ্গলবার সকাল ১১টায় পার্টি অফিসে বসে বহিষ্কারের প্রেস নোটিশ দেয়েছি।  

Link copied!